বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় জুনিয়র টাইগারদের গণসংবর্ধনা দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় তাদের আন্তরিক অভিনন্দন। আজ মন্ত্রিসভার বৈঠকে টাইগারদের গণসংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিজয় গোটা জাতির বিজয়।
তিনি বলেন, এই বিজয়কে আমরা সেলিব্রেট করবো। আমরা আশা করছি তারা ফিরে এলে সোহরাওয়ার্দী উদ্যানে সুবিধামতো একটা সময়ে তাদের এই বিজয়কে সেলিব্রেট করবো।
দুর্দান্ত দক্ষতা দেখানোর পর চার বারের চ্যাম্পিয়ন ভারতের মতো বিশাল শক্তিমালী দলকে পরাজিত করে বাংলাদেশ ইতিহাসে প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, তরুণরাই এনে দিয়েছে এ বিজয়। ঐতিহাসিক এ বিজয়ে তাদের অভিনন্দন জানাই।
তিনি আরো বলেন, বিশেষ করে ক্যাপ্টেন যে ম্যাচিউরিটি ক্যাপ্টেনসি প্রদর্শন করেছে; ছয় উইকেট যাওয়ার পর আমরাতো ভাবিইনি জিতবো। তিনি যেভাবে দলকে বিজয়ের স্বর্ণদুয়ারে টেনে নিয়ে গেছেন সেটা অবশ্যই এক স্মরণীয় ঘটনা।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.