কলম্বিয়ার বিপক্ষে লড়াইয়ের পর টাইব্রেকারে জিতে কোপা আমেরিকার ফাইনালে উঠল মেসির আর্জেন্টিনা।
বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় খেলাটি শুরু হয়। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হয় কোপার দ্বিতীয় সেমিফাইনালের এই ম্যাচ। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জিতে কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা।
খেলা শুরুর মাত্র ৭ মিনিটের মাথায় প্রতিপক্ষের জালে বল জড়িয়ে এগিয়ে যায় আর্জেন্টিনা। কলম্বিয়ার পেনাল্টি এরিয়াতে মেসির পাস যায় মার্টিনেজের কাছে। বল পেয়ে মার্টিনেজ লক্ষ্যভেদ করতে ভুল করেননি। এভাবে ফাইনালের পথে এগিয়ে যায় আর্জেন্টিনা।
কিন্তু তা ধরে রাখতে পারেননি মেসিরা। দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটে লুউইস দিয়াজের গোলে সমতা নিয়ে আসে কলম্বিয়া।
এদিকে, মার্টিনেজকে দিয়ে গোল করিয়ে এক অনন্য রেকর্ডে নাম লেখান মেসি। এই নিয়ে কোপার চলতি আসরে এটি মেসির পঞ্চম অ্যাসিস্ট। এর আগে কোনও ফুটবলার ৪টির বেশি অ্যাসিস্ট করেননি।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.