পরিক্রমা ডেস্ক : জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩-এ শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচিত হয়েছে সামসুল হক খান স্কুল এন্ড কলেজ।
মঙ্গলবার জাতীয় পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এর সহপাঠক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অন্যান্য ক্যাটাগরির প্রতিযোগিতা গভর্মেন্ট ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, ঢাকায় অনুষ্ঠিত হয়।
বিচারকমণ্ডলী সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচিত করেন।
সামসুল হক খান স্কুল এন্ড কলেজ স্কাউট গ্রুপ সভাপতির দায়িত্ব পালন করছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লা। গ্রুপ স্কাউট লিডার রয়েছেন স্কাউটার মো. ইসমাইল হোসেন জাবেদ।
এ পর্যন্ত সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপের ৭২ জন স্কাউট ও স্কাউট নেতা বিশ্বের ১২টি দেশে বিভিন্ন স্কাউটিং প্রোগ্রামে বাংলাদেশ স্কাউটসের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৭, ২০১৮, ২০১৯ এবং ২০২২ সালেও জাতীয় শিক্ষা সপ্তাহ থানা, মহানগর, বিভাগ ও জাতীয় পর্যায় শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ হিসেবে শ্রেষ্ঠত্বের মর্যাদা লাভ করে এ শিক্ষাপ্রতিষ্ঠান।
শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লা শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট সদস্য, অভিভাবকসহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানান।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.