ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্বিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ছাত্রলীগের ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করেছেন মাশরাফি বিন মুর্তজা।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ
উদ্বোধনের সময় মাশরাফি বলেন, বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন সেটি বাস্তবায়নে আপনারা কাজ করে যাবেন। কেননা তিনি তার স্বপ্ন পূরণ করে যেতে পারেননি। তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর আপনারা সে স্বপ্ন লালন করেন এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে সর্বাত্মক সহযোগিতা করবেন।
মাশরাফি বলেন, আমরা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবো এবং দুর্নীতিকে প্রশ্রয় দেবো না। আর এটাই ছাত্রলীগের স্লোগান হওয়া উচিত। মুজিববর্ষে আমাদের প্রতিজ্ঞা
হোক, আমরা দুর্নীতির সঙ্গে আর জড়াবো না।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.