পরিক্রমা ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য নুরুল হাসান সোহানকে টি-টোয়েন্টি অধিনায়ক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজে নিয়মিত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে বিশ্রামে দেয়া হয়েছে।
জিম্বাবুয়ে সফরে একই সঙ্গে বিশ্রামে পাঠানো হয়েছে মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসানকে।
সোহানকে অধিনায়ক করা ও মাহমুদুল্লাহ-মুশফিক-সাকিবদের বিশ্রামে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
২০১৯ সালে জুয়াড়ির প্রস্তাব গোপন করে নিষিদ্ধ হন সাকিব। এরপরই টি-টোয়েন্টির নেতৃত্ব পান মাহমুদুল্লাহ। এর আগে অবশ্য সাকিবের অনুপস্থিতিতে পাঁচটি ম্যাচে অধিনায়কত্ব করেন তিনি। এখন অবধি ৪৩ ম্যাচে অধিনায়কত্ব করে দলকে ১৬টিতে জয় এনে দিয়েছেন রিয়াদ।
সর্বশেষ ১৩ ম্যাচের মাত্র একটিতে জিতেছে মাহমুদুল্লাহর নেতৃত্বে বাংলাদেশ দল।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.