বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : তিনটি টি-২০ ও দুটি টেস্ট খেলতে ৩০ অক্টোবর ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে সিরিজ শুরুর আগেই টাইগার দলে আনতে হচ্ছে পরিবর্তন। সন্তান সম্ভবা স্ত্রীকে সময় দিতে খেলবে না ওপেনার তামিম ইকবাল। ইনজুরির কারণে দল থেকেই ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তাই আবশ্যিকভাবেই দলে পরির্তন আনতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।
তামিমের পরিবর্তে ইমরুল কায়েসকে অনুশীলনে আনা হলেও শেষ পর্যন্ত হয়তো তাকে না-ও নেওয়া হতে পারে। সাইফউদ্দিনের পরিবর্তে কাকে নেওয়া হবে সেটাও নিশ্চিত করা হয়নি।
এ ব্যাপারে সোমবার সংবাদ সম্মেলনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানান, টি-টোয়েন্টি দল ঘোষণা দিতে একটু দেরি হবে। তিনি বলেন, ‘আমরা টি-টোয়েন্টি দল মঙ্গলবার দুপুর ১২-১টার দিকে ঘোষণা দেবো। আমাদের টেস্ট দল ঘোষণা দিতে কিছু সময় লাগবে। আগামী দুই-তিন দিন পর আমরা ঘোষণা দেবো। টি-টোয়েন্টি দলের ব্যাপারে অভ্যন্তরীণ কিছু ব্যাপার আছে এ জন্যই আমরা একদিন পিছিয়েছি। যেহেতু দুই একটা পরিবর্তন আসছে যেমন তামিম যাচ্ছে না সাইফউদ্দিনের ইনজুরি সেক্ষেত্রে আমরা একটু চিন্তা ভাবনা করেই দিচ্ছি।’
আগামী ৩ নভেম্বর টি-টোয়ন্টি ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ দলের ভারত সফর। ০৭ ও ১০ নভেম্বর হবে বাকি দু'টি টি-টোয়েন্টি। ১৪ এবং ২২ নভেম্বর হবে দু'টি টেস্ট ম্যাচ।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.