বাইশ গজে ভারত-পাকিস্তান মানেই উত্তেজনা। দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো না হওয়াতে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়না বললেই চলে। তবে বৈশ্বিক আসরে এড়িয়ে যাওয়ার কোনো বিকল্প নেই।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে পড়েছে ভারত-পাকিস্তান। গ্রুপপর্বের দলগুলোর নাম আগেই প্রকাশ করেছিল আইসিসি। মঙ্গলবার সকালে এক বিবৃতি দিয়ে এবার সূচি প্রকাশ করেছে সংস্থাটি।
১৭ অক্টোবর রাউন্ড ওয়ানের খেলা দিয়ে শুরু হবে বিশ্বকাপ। ২২ অক্টোবর পর্যন্ত রাউন্ড ওয়ানের খেলা চলবে। ২৩ অক্টোবর আবুধাবিতে বাংলাদেশ সময় দুপুর ২টায় অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে সুপার টুয়েলভের লড়াই। আর রাত ৮টায় মাঠে নামবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ। পরদিন ২৪ অক্টোবরই রাত ৮টায় হবে দুদলের মহারণ
সুপার টুয়েলভের খেলা শেষ হবে ৮ নভেম্বর। এরপর সেমিফাইনাল দুটি অনুষ্ঠিত হবে ১০ ও ১২ নভেম্বর। আর ফাইনাল ১৪ নভেম্বর।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.