ডেস্ক :ফ্লাডলাইট জনিত সমস্যার কারণে সময় পরিবর্তন করা হয়েছে সফরকারী উইন্ডিজের বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচের। আগামীকাল সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-২০ ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বিকেল ৪টায়। কিন্তু পরিবর্তিত সময় অনুযায়ী ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ১২টায়।
অন্যদিকে ঢাকায় সিরিজের শেষ দুটি টি-২০ ম্যাচ শুরু হওয়ার কথা ছিল বিকেল ৫টায়। কিন্তু সূচি পরিবর্তনের কারণে এই দুটি ম্যাচও শুরু হবে দুপুর সাড়ে ১২টায়।
বিসিবি সূত্র জানিয়েছে, প্রথমে শিশির এবং কুয়াশার কারণে ম্যাচ এগিয়ে দুপুর ২টায় করার কথা ভাবা হচ্ছিল। কিন্তু ফ্লাডলাইট নিয়ে যেকোনও ধরনের ঝুঁকি এড়াতে ম্যাচগুলো আরও এগিয়ে আনা হয়েছে।
এ ব্যাপারে বিসিবি'র সিলেট বিভাগীয় 'স্পোর্টস অ্যাসোসিয়েশনের' পরিচালক সাইফুল আলম বলেন, ‘ফ্লাডলাইটের টাওয়ারে কিছু টেকনিক্যাল সমস্যা আছে। সমস্যার সমাধান করে খেলা চালানো সম্ভব ছিল। কিন্তু আমরা কোনও ঝুঁকি নিতে চাইনি।’
ফ্লাডলাইটের কারণে বা টেকটিক্যাল সমস্যার কারণে খেলা দু'এক ঘণ্টা বন্ধ থাকলে সেটা খুব বিব্রতকর হবে বলেও উল্লেখ করেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.