বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতীতে সিমেন্ট সীট বোঝাই একটি ট্রাক উল্টে রেল লাইনে উঠে যাওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গে রেল চলাচল বন্ধ হয়ে পড়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে কালিহাতীর সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন বলেন, আজ সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী সিমেন্ট সীট বোঝাই একটি ট্রাক কালিহাতীর সল্লা এলকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রেল লাইনের উপর উঠে যায়। এতে রেল লাইন কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।
তিনি আরও বলেন, এতে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন এলাকায় দুটি ট্রেন আটকা পড়েছে। উদ্ধার কাজ চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.