বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : সিরিয়ায় সেনা মোতায়েনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ নাকচ করে দিয়েছে জার্মানি। সোমবার বার্লিনে এক প্রেস বিবৃতিতে জার্মান সরকারের মুখপাত্র এই বার্তা দেন। বার্লিনের এমন অবস্থানে ট্রাম্প ক্ষিপ্ত হতে পারেন বলেও মনে করা হচ্ছে।
ট্রাম্প চাইছেন, মধ্যপ্রাচ্যের ঘটনাবলীতে ইউরোপের দেশগুলো যেন আরও সক্রিয় ভূমিকা নেয়। সিরিয়া বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি জেমস জেফরি রবিবার বার্লিনে সাংবাদিকদেরকে জানিয়েছিলেন, ওয়াশিংটন বার্লিনকে অনুরোধ করেছে সিরিয়ায় যেন স্থল সেনা মোতায়েনের করে। সিরিয়া বিষয়ে আলোচনার জন্য জেফরি বার্লিন সফরে আসেন। সেই সময় তিনি আশা প্রকাশ করেছিলেন, জার্মানি তাদের অনুরোধ রাখবে। কিন্তু যুক্তরাষ্ট্রের অনুরোধ রাখেনি জার্মানি!
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.