বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত কিনা তা পরীক্ষা করা হয়েছে। তবে শারীরিক পরীক্ষায় করোনা ধরা পড়েনি বলে শনিবার তার চিকিৎসক শান কনলি জানিয়েছেন।
তার চিকিৎসক জানান, করোনা মহামারী আকারে ছড়িয়ে পড়ার কারণে ডোনাল্ড ট্রাম্প ব্রিটেন ও আয়ারল্যান্ডে সফর বাতিল করেছেন।
পরীক্ষার বিষয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, শুক্রবার রাতে ভাইরাসের জন্য তিনি একটি পরীক্ষা নিয়েছিলেন। শনিবার সন্ধ্যায় তার চিকিৎসক জানিয়েছেন, ফলাফলটি নেগেটিভ ছিল।
মার্কিন প্রেসিডেন্ট গত সপ্তাহে ব্রাজিলের একটি প্রতিনিধি দলের সাথে সাক্ষাত করেন। ব্রাজিলের ওই প্রতিনিধিদলে থাকা কয়েকজন পরবর্তী সময় করোনাভাইরাসে আক্রান্ত হন বলে জানা যায়। এরপর থেকেই ট্রাম্পকে নিয়ে আশঙ্কা তৈরি হয়। একপর্যায়ে তিনি করোনাভাইরাসের পরীক্ষা করাতে রাজি হন।
এদিকে ট্রাম্পকন্যা ও তার উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্পও আপাতত বাড়ি থেকে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডাটন গত সপ্তাহে বৈঠক করেছিলেন ইভানকা ও মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের সাথে। ডাটন করোনায় আক্রান্ত হন। তাই এবার সাবধানী ইভাঙ্কাও। সূত্র : রয়টার্স/ আলজাজিরা
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.