নিজস্ব প্রতিবেদক: ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের প্রাণপ্রিয় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্য্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২০ এর সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রফিকুল ইসলাম আজাদ। ইতোমধ্যে তিনি সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক দুই বারের সফল এই সহ-সভাপতি।তিনি ২০১৪ ও ২০১৫ কার্য্যনির্বাহী কমিটির নির্বাচনে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন।
২০২০ এর কার্য্যনির্বাহী কমিটির নির্বাচনের ভোট গ্রহণ চলতি মাসের ৩০ নভেম্বর। সকলের কাছে তিনি দোয়া চেয়েছেন।
রফিকুল ইসলাম আজাদের বাড়ী ডামুড্যা উপজেলার শরীয়তপুর জেলায়। তিনি বর্তমানে দি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার বিশেষ সংবাদদাতা হিসেবে কর্মরত আছেন। তিনি শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকা’র প্রতিষ্ঠাতা সভাপতি বর্তমানে তিনি সমিতির কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে কাজ করে যাচ্ছেন।
বি:দ্র: রাজধানী ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত রিপোর্টারদের অধিকার আদায়, পেশাগত উন্নতি আর মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৫ সালের ২৬ মে ডিআরইউ প্রতিষ্ঠা করা হয়। হাঁটি হাঁটি পা পা করে সংগঠনটি দুই যুগ অতিক্রম করেছে। বর্তমানে ডিআরইউয়ের সদস্য সংখ্যা প্রায় ১৮০০। সদস্যদের দুপুরের খাবারের জন্য ডিআরইউ একটি ক্যান্টিন পরিচালনা করে আসছে। প্রতিদিন প্রায় ৫শ’ রিপোর্টার ভর্তুকি মূল্যে ডিআরইউ ক্যান্টিন থেকে দুপুরের খাবার গ্রহণ করে থাকেন।
ডিআরইউ প্রতিবছর ক্রিড়ায় নানা ইভেন্টসহ জাতীয় দিবসসমূহ পালন এবং সদস্য ও পরিবারের অংশগ্রহণে বার্ষিক বনভোজন আয়োজন করে থাকে। পাশাপাশি সদস্যদের অসুস্থতাকালে চিকিৎসার জন্য অনুদান এবং প্রয়াত সদস্যদের পরিবারকে এককালীন ৩ লাখ টাকা অনুদান প্রদান করা হয়। প্রতিবছর প্রয়াত সদস্য সন্তান ও কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনার আয়োজন করে। এজন্য ডিআরইউ একটি কল্যাণ তহবিল পরিচালনা করছে। সংগঠনের সদস্য সন্তানদের জন্য রয়েছে গানের স্কুল ‘সারগাম’ ও আর্টের স্কুল ‘রংতুলি’।
বাংলাদেশে সংবাদপত্র, সংবাদ সংস্থা ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত রিপোর্টারদের প্রতিনিধিত্বকারী একমাত্র সংগঠন হচ্ছে ডিআরইউ। সংগঠনটির মুখ্য কাজ হচ্ছে- সদস্য রিপোর্টারদের পেশাগত দক্ষতাবৃদ্ধি, প্রতিভা বিকাশ, পেশাগত মান উন্নয়ন, মর্যাদা প্রতিষ্ঠা, স্বার্থ রক্ষা, বস্তুনিষ্ঠ ও সুস্থ সাংবাদিকতার বিকাশে প্রশিক্ষণসহ কল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণের পাশাপাশি তা বাস্তবায়ন করা। সংগঠনের কাজের গতিকে উত্তরোত্তর বেগবান করার লক্ষে প্রতি বছর কার্য্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.