ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এর প্রশাসক জনাব মো: শাহজাহান মিয়ার সাথে ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (ডিএসআইপি) এর প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন। ৫ সদস্য বিশিষ্ট এই প্রতিনিধি দলের প্রধান ছিলেন বিশ্বব্যাংকের Khairy Al-Jamal.
আজ নগর ভবনে প্রশাসক এর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাংক, এডিবি, এশিয়ান ইনফ্রাস্টাকচার ব্যাংক (এআইআইবি) ও বাংলাদেশ সরকারের অর্থায়নে চলমান এই প্রজেক্ট বাস্তবায়নের দায়িত্বে রয়েছে ঢাকা ওয়াসা। প্রজেক্ট বাস্তবায়নাধীন এলাকার প্রায় ৯৩ শতাংশ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হওয়ায় প্রতিনিধি দল প্রজেক্ট বাস্তবায়নে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সময়মত রাস্তা খননের অনুমতিসহ সার্বিক সহায়তা প্রত্যাশা করেন।
বৈঠকে প্রশাসক বলেন, প্রজেক্টটি বাস্তবায়িত হলে এর সিংহভাগ সুফল পাবে ঢাকা দক্ষিণের জনগণ। ফলে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ হতে সবসময় সার্বিক সহয়তা থাকবে। রাস্তা খনেনর সময় সকল প্রকারের নিরাপত্তা নিশ্চিতকরণের কথা উল্লেখ করে তিনি বলেন রাস্তা খননের ফলে কোন প্রকার জন-দুর্ভোগ যেন সৃষ্টি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
প্রতিনিধি দলের প্রধান ঢাকা স্যানিটেশন উন্নয়নে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভূমিকার প্রশংসা করে আরও উন্নত স্যানিটেশন নিশ্চিতকরণে অংশীদারিত্বের প্রতি গুরুত্বারোপ করেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মোঃ মাহাবুবুর রহমান তালুকদার, ওএসপি, বিপিপি, পিএসসি, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (অতি. দা.) ডাঃ নিশাত পারভীনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.