বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : করোনার হানায় বিপর্যস্ত বিশ্ব। আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এমন পরিস্থিতিতে করোনাভাইরাস প্রতিরোধে জারি করা বিধিনিষেধ লংঘন করে সমালোচনার মুখে পদত্যাগ করেছেন আয়ারল্যান্ডের কৃষি ও খাদ্যমন্ত্রী ডারা ক্যালিয়ারি। শুক্রবার তিনি পদত্যাগের ঘোষণা দেন।
ডারা ক্যালিয়ারি বুধবার একটি গলফ নৈশভোজে অংশ নিয়েছিলেন যেখানে ৮০ জনের মতো মানুষ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে আয়ারল্যান্ডের নেতা মাইকেল মার্টিন এক বিবৃতিতে বলেছেন, সারা দেশের মানুষ খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছে। তারা পরিবারের জন্য অনেক কিছু উৎসর্গ করছেন। তারপরও করোনার বিধিনিষেধ মেনে চলছেন।
করোনাভাইরাস বৃদ্ধি পাওয়ায় চলতি সপ্তাহে দেশটিতে বিধিনিষেধ আরও কঠোর করা হয়। কৃষিমন্ত্রী বৃহস্পতিবার কয়েক দফা টুইটার বার্তায় তার কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থণা করেন। সূত্র: সিএনএন
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.