বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর শমরিতা হাসপাতালে ভর্তি রয়েছেন ‘আইসক্রিম’-খ্যাত অভিনেতা শরিফুল রাজ। গত ২৮ জুলাই ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন এই মডেল-অভিনেতা। দীর্ঘ সময় মডেলিং করেছেন রাজ। এরপর ‘আইসক্রিম’ চলচ্চিত্রে অভিষেক হয় তার। এরপর সার্ফিং নিয়ে নির্মিতব্য দেশের প্রথম চলচ্চিত্রে তিনি নায়ক হিসেবেও কাজ করেছেন। এদিকে আজ সকালে শরিফুল রাজের রক্তের প্ল্যটিলেট ২৭০০০-এ নেমে যায়। পরে জরুরি ভিত্তিতে রক্ত দিয়ে তা স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে তার অবস্থা ভালো বলেও জানিয়েছেন রাজের বন্ধু ও অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর। এদিকে, সম্প্রতি শরিফুল রাজ চুক্তিবদ্ধ হয়েছেন ‘পরাণ’ নামের একটি ছবিতে।
এটি নির্মাণ করবেন রায়হান রাফি। শিগগিরই এর শুটিং শুরু হবে বলে জানা গেছে। অন্যদিকে, তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই’ চলচ্চিত্রে কেন্দ্রীয় ভূমিকায় আছেন এ নায়ক। ছবিটি আগামী অক্টোবরে মুক্তি পাবে। এটি প্রযোজনা করছে স্টার সিনেপ্লেক্স।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.