আজ রোববার বিকেল ৫টায় শুরু হচ্ছে জাতীয় সংসদের ১৯তম অধিবেশন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের শুরুতে গাইবান্ধা-৫ আসন থেকে নির্বাচিত সাতবারের সংসদ সদস্য, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বির মৃত্যুতে শোক প্রস্তাব নিয়ে আলোচনা ও পরে নতুন ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।
ডেপুটি স্পিকার পদের জন্য কয়েকজনের নাম আলোচিত হচ্ছে। তারা হলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট শামসুল হক টুকু, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ আব্দুস শহীদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট শহীদুজ্জামান সরকার ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম।
এ ৪ জনের মধ্যে ডেপুটি স্পিকার পদের জন্য এগিয়ে আছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু। পাবনা-১ আসনের সংসদ সদস্য টুকুকে এরই মধ্যে এ বিষয়ে সবুজ সংকেতও দেয়া হয়েছে বলে তার একাধিক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।
সংসদ সচিবালয় সূত্র জানায়, ইতোমধ্যেই অধিবেশনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অধিবেশন শুরুর আগে বিকেল ৪টায় সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত করা হবে। করোনাকাল শুরুর পর এই প্রথম কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক বসছে।
সংশ্লিষ্টরা জানান, এ অধিবেশন খুবই সংক্ষিপ্ত হবে। অধিবেশনের শুরুতে শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে মোনাজাত করা হবে। এরপর নতুন ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। রোববার সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নতুন ডেপুটি স্পিকারকে শপথ পাঠ করাবেন বলে জানা গেছে।
সংবিধানের ৭৪ অনুচ্ছেদের (১) উপ-অনুচ্ছেদে বলা হয়েছে- ‘কোনো সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশনে সংসদ-সদস্যরা একজনকে স্পিকার ও একজনকে ডেপুটি স্পিকার নির্বাচিত করিবেন এবং এ দুই পদের যেকোনোটি শূন্য হলে সাত দিনের মধ্যে কিংবা ওই সময়ে সংসদ অধিবেশন চলমান না থাকিলে পরবর্তী প্রথম অধিবেশনে তাহা পূর্ণ করিবার জন্য সংসদ সদস্যদের মধ্য থেকে একজনকে নির্বাচিত করিবেন।’
জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১০ ধারায়ও একই কথা বলা হয়েছে। কার্যপ্রণালি বিধি অনুযায়ী, সংসদ অধিবেশনে একজন সংসদ সদস্যকে ডেপুটি স্পিকার হিসেবে অন্য একজন সংসদ সদস্য নাম প্রস্তাব করবেন। তার প্রস্তাবকে আরেকজন সংসদ সদস্য সমর্থন করবেন। পরে স্পিকার প্রস্তাবটি ভোটে দেবেন। কণ্ঠ ভোটে পাস হওয়ার মধ্য দিয়ে নতুন ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। পরে নতুন ডেপুটি স্পিকার রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করবেন।
অন্যদিকে, মহামারিকালে সংসদের অন্য অধিবেশনগুলোর মতো এ অধিবেশনও সংক্ষিপ্ত হবে। গত ৩০ জুন শেষ হওয়া বাজেট অধিবেশনও ছিল সংক্ষিপ্ত। করোনা সংক্রমণ শেষ না হওয়ায় সবাই স্বাস্থ্যবিধি মেনে অধিবেশনে যোগ দেবেন। সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে কোভিড-১৯ পরীক্ষা করাতে হবে। ইতোমধ্যে সংসদ ভবনে স্থাপিত করোনা পরীক্ষা বুথে নমুনা নেয়া হয়েছে।
যাদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসবে কেবল তারাই সংসদে যেতে পারবেন বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.