প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ৩:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৪, ৭:১৭ অপরাহ্ণ
ডেল্টা লাইফের ৫ম নারী কর্মী সম্মেলন অনুষ্ঠিত
পঞ্চমবারের মতো নারী কর্মী সম্মেলন করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। প্রতিষ্ঠানটির গণ-গ্রামীণ বীমা ডিভিশনের উদ্যোগে রোববার (২৭ অক্টোবর) নরসিংদীর ড্রীম হলিডে পার্কে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
নারীর ক্ষমতায়ন ও কর্মক্ষেত্রে নারী কর্মীদের সাফল্যের প্রতি স্বীকৃতি স্বরূপ ২০১৭ সাল থেকে নারী কর্মী সম্মেলন আয়োজন করে আসছে ডেল্টা লাইফ। এবারের সম্মেলনে সারাদেশ থেকে প্রায় ৭০০ নারী কর্মী অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন

কোম্পানির পরিচালনা পর্ষদের পরিচালক আদিবা রহমান সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সম্মেলনে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাধু’র সভাপতিত্বে ডিএমডি আনোয়ারুল হক, এএমডি ও সিএফও মিল্টন ব্যাপারীসহ উপস্থিত নারী কর্মী প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন।
সম্মেলনে বক্তারা নারী কর্মীদের ব্যবসায়িক সাফল্যের প্রশংসা করেন এবং আগামী দিনগুলোতে উত্তরোত্তর ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সকলকে উদ্বুদ্ধ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.