পরিক্রমা ডেস্ক : দেশের তথ্যপ্রযুক্তিখাতের অন্যতম সেরা একজন গবেষক ও বাংলাদেশের ইন্টারনেট কমিউনিটির অন্যতম পথিকৃৎ ড. মোহাম্মদ নাদির বিন আলী ১৫ অক্টোবর, ২০২২ তারিখ থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিষ্ট্রারের দায়িত্ব গ্রহণ করেছেন। এ পদে যোগদানের পূর্বে তিনি বিশ্ববিদ্যালযের সহযোগী অধ্যাপক ও অতিরিক্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে যুক্ত হওয়ার পূর্বে তিনি আইবিএম, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটির সিসকো একাডেমিতে কর্মরত ছিলেন।
শিক্ষাজীবনে তিনি মতলব জেবি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি, চট্রগাম বিশ^বিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে দ্বিতীয় স্নাতকোত্তর অর্জন করেন। এরপর মালয়শিয়ার ইউএসআইএম থেকে সাইবার সিকিউরিটির উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দেশে বিদেশের অসংখ্য প্রশিক্ষণ কোর্স, সেমিনার, সম্মেলন এবং কর্মশালায় তিনি অংশগ্রহণ ও পরিচালনা করেছেন। তার নামে এখন অসংখ্য গবেষণাপত্র ও প্রকাশনা রয়েছে। এছাড়া ১৯৯৮ সাল থেকে এখন পর্যন্ত তার বিষয়ভিত্তিক কাজের প্রতিফলন বাংলাদেশসহ আন্তর্জাতিক পরিমন্ডলে সমাদৃত হয়েছে।
তিনি ১৯৭৩ সালে চাঁদপুর জেলার মতলব দক্ষিন উপজেলার নওগাঁ গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম আবিদ আলী একজন ব্যবসায়ী ছিলেন আর মাতা মরহুমা বিলকিস বেগম ছিলেন একজন গৃহিনী।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.