বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : দেশে দ্বিতীয় ধাপে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কঠোর হয়েছে সরকার। নির্দেশনা অমান্য করে মাস্ক না পরায় ৮৩ জনকে ২৪ হাজার ১৮০ টাকা জরিমানা করেছে ঢাকা জেলা প্রশাসন।
১৭ জন নির্বাহী মেজিস্ট্রেটের নেতৃত্বে ঢাকা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। এছাড়া শহরের বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের পক্ষ থেকে হতদরিদ্রদের কাছে ১ হাজার ৭০০ মাস্ক বিতরনণ করা হয়।
কেরানীগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) নেতৃত্বে প্রায় ৩০০ জনকে মাস্ক বিতরণ করা হয়। এছাড়া অন্যান্য উপজেলা এবং মহানগরের জজ কোর্ট এলাকা, সিএমএম আদালত এলাকা, বাহাদুর শাহ পার্ক, সচিবালয়, মতিঝিল শাপলা চত্বর, হাতিরঝিল, উত্তরার আজমপুর, খিলক্ষেত, মাসকট প্লাজা, সংসদ ভবন এলাকায় আরো ১ হাজার ৪০০ মাস্ক বিতরণ করা হয়।
ঢাকা জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শীতে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারে পক্ষ থেকে যে নির্দেশনা এসেছে তা কার্যকর করতেই মাঠে কাজ করছে জেলা প্রশাসকের ভ্রাম্যমাণ টিম।
ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে ঢাকার পার্শ্ববর্তী উপজেলাসমূহ এবং মহানগরীর জনবহুল স্থানে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক পরিধান নিশ্চিত করার জন্য জনসচেতনতামূলক কার্যক্রম, বিনামূল্যে মাস্ক বিতরণ ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.