নভেল করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশে সাধারণ মানুষ কর্মহীন হওয়ায় ওএমএস চাল
১০ টাকা কেজি চাল বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ হবে নিরুদ্দেশ স্লোগান কে সামনে রেখে ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের যোগ্য নেতৃত্বে খাদ্য মন্ত্রণালয় সহযোগিতায় এবং স্থানিয় কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক এর সার্বিক তত্ত্বাবধানে শ্যামপুর- কদমতলী তে রেশন কার্ডের মাধ্যমে ১০ টাকা কেজি চাল বিতরণ করা।
জানা গেছে, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় ওএমএ স’র মাধ্যমে ভোক্তা পর্যায়ে সরবরাহের জন্য প্রতি কেজি চালের মূল্য ১০ টাকা নির্ধারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।খাদ্য মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত ওএমএস খাতে চালের গুদাম মূল্য ৮ টাকা। চলমান ওএমএস (আটা) কর্মসূচির অতিরিক্ত হিসেবে সরকার কর্তৃক নির্ধারিত তারিখ পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.