বরিশাল প্রতিনিধি: ঢাকা-বরিশাল রুটের বিলাশবহুল লঞ্চ এভি সুন্দরবন-১১’র ছাদে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। লঞ্চটি আজ মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে বরিশালে এসে পৌঁছায়।
লঞ্চ কর্তৃপক্ষ, দায়িত্বে থাকা আনসার ও নৌ পুলিশ জানায়, লঞ্চটি ঘাটে ভেরার পরে যাত্রী নামিয়ে দিয়ে ভোর ৬টার দিকে লঞ্চ ধোয়া মোছার কাজ শুরু করে লঞ্চ স্টাফরা। এ সময় তারা ছাদে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সুপারভাইজার ও সিকিউরিটিকে খবর দেন। পরে নৌ পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে।’
লঞ্চের সুপারভাইজার জানান, ‘ছাদে যাত্রী ওঠা নিষেধ। এজন্য ছাদে ওঠার গেটও বন্ধ রাখা হয়। কিন্তু এই যুবক কিভাবে ছাদে উঠলো তা জানা যায়নি।’
পুলিশ জানিয়েছে, ‘যুবকের পেটে ছুড়িকাঘাত করা হয়েছে। এতে তার পেট ফেড়ে ভুড়ি বেরিয়ে গেছে। যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি। কে বা কারা হত্যা করেছে তার ক্লু উদঘাটন হয়নি। লাশের সুরতহাল ও ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। তদন্তে বাকি তথ্য জানা যাবে।’
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.