স্টাফ রিপোর্টারঃ
২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় ঢাকা বিভাগ থেকে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
২৮ ফেব্রুয়ারি, শুক্রবার বিকেলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইভিইবি) মিলনায়তনে শিক্ষা ও সমাজ উন্নয়নের মুখপাত্র বিশ্ববিদ্যালয় পরিক্রমা পরিবারের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডঃ মোঃ মহিউদ্দিন অনুষ্ঠান উদ্বোধক ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক ( গ্রেট -১) খন্দকার মুস্তাফিজুর রহমান এনডিসি , প্রধানআলোচক ছিলেন বিশ্ববিদ্যালয় পরিক্রমার প্রধান সম্পাদক মোঃ হারুন অর রশিদ, অনুষ্ঠান পরিচালনা করেন পত্রিকার প্রধান নির্বাহী সম্পাদক ও বাংবাংলাদেশ প্রেম ইউনিটির আহ্বায়ক এফ রহমান রূপক ,সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তর এর মহাপরিচালক সাইদুর রহমান খান, বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় পরিক্রমার প্রধান সম্পাদক হারুন অর রশিদ,বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বিশ্ববিদ্যালয় এর মেডিসিন অনুষদ এর ডীন অধ্যাপক ডাঃ শামীম আহমেদ, ফারইস্ট ইন্সুরেন্স কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম, ওয়াল্ড ইউনিভার্সিটির সহযোগি অধ্যাপক রিয়াদ তানসেন,মোঃ শফিকুল ইসলাম, কৃষিবিদ রেজাউল করিম শিহাব রিফাত আলম, ডাঃ আশরাফুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক ও বিভিন্ন প্রতিষ্টানে ছাত্র ছাত্রী বৃন্দ।
অনুষ্ঠানে এইচএসসি পরীক্ষায় ঢাকা বিভাগের জিপিএ-৫ প্রাপ্ত কয়েক হাজার শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। প্রতিবছরের মতো এ বছরও বিশ্ববিদ্যালয় পরিক্রমা তাদের নিয়ে ‘সংবর্ধনা প্রদান, শিক্ষা ও সাংস্কৃতিক, মাদক নির্মূলে করণীয়’ শিরোনামে আলোচনাসভার আয়োজন করে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.