পরিক্রমা ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজনে নবীন সদস্যদের বরণ ও
কর্মশালা আজ ১৪ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে
অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.
আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ক্লাবের মডারেটর মো. রাশেদুর রহমান এবং
ডাকসু’র বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আরিফ ইবনে আলী উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, বিশ্বের বিভিন্ন
বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ক্লাব আছে। আন্তর্জাতিক পরিমন্ডলের কথা বিবেচনা
করে সমাজ ও রাষ্ট্রের জন্য যোগ্য গ্র্যাজুয়েট তৈরি করা বিশ্ববিদ্যালয়ের মৌলিক
কাজ। তিনি জব ফেয়ারসহ বিভিন্ন কর্মসূচি গ্রহন করার জন্য ক্যারিয়ার
ক্লাবের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।
এর আগে, উপাচার্য বিগত বছরের কার্যাবলী সম্বলিত ‘আমাদের
লিখিত ইতিহাস’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.