নিজস্ব প্রতিবেদক:
ঢাকা সেন্ট্রাল “ল” কলেজে অধ্যয়নরত চাঁদপুর জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল “ল” কলেজস্থ চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের প্রথম কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৮ মে) রাজধানীর শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভায় এ কমিটি গঠন করা হয়।
প্রতিষ্ঠাকালীন এই কমিটিতে সভাপতি মো: মিজানুর রহমান এবং মহসিন হোসেন কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট্য কমিটি ঘোষণা করা হয়।
কার্যনির্বাহী এই কমিটিতে অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি অন্তর পাল, সহ-সভাপতি: নাসির উদ্দিন টুটুল, আনোয়ার হোসেন রুবেল, আরিফুল ইসলাম শিমুল, মোঃ নুরে আলম পাটওয়ারী (ইকরাম), যুগ্মসাধারণ সম্পাদক সবুজ আহমেদ, সুমি ইসলাম, তাহসিন তাজিন, সাংগঠনিক সম্পাদক এনামুল হায়দার, দপ্তর সম্পাদক মোহাম্মদ ইউসুফ, ছাত্রী বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দিল নাহার মিলি, সদস্যঃ মো: সজিব হাসান।
ঢাকা সেন্ট্রাল “ল” কলেজস্থ চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি আগামী ১ মাসের মধ্যেই ঘোষণা করা হবে বলে নেতৃবৃন্দ জানান।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.