পরিক্রমা ডেস্ক : আজ (২০.০২.২০২৩) ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ২৯৭টি কোম্পানির ৪ কোটি ২৬ লক্ষ ১৫ হাজার ৫০৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩২৬ কোটি ৭২ লক্ষ ৬১ হাজার ৯৮৭ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৯.১০ পয়েন্ট কমে ৬২১৮.৮৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ০.২৫ পয়েন্ট বেড়ে ২২২১.৭৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ২.৩২ পয়েন্ট কমে ১৩৫৯.৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪১টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- জেনেক্স ইনফোসিস, বিএসসি, সী পার্ল বীচ, শাইনপুকুর সিরামিক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, জেমিনী সী ফুড, আমরা নেটওয়ার্ক, ওরিয়ন ফার্মা, মুন্নু এগ্রো ও বসুন্ধরা পেপার।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলী মিঃ ফাঃ, বিডি ল্যাম্পস, আনলিমা ইয়ান ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আল-হাজ্ব টেক্সটাইল, ওয়ান ব্যাংক, বাটা সুজ, ওরিয়ন ফার্মা, আমরা টেকনোলজি ও অ্যাপেক্স ফুটওয়ার।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- বিজিআইসি, প্রগতী লাইফ ইন্সু্রেন্স, জেনেক্স ইনফোসিস, আইটিসি, মেট্রো স্পিনিং, সোনালী পেপার, নাভানা ফার্মা, এডিএন টেলিকম, পপুলার লাইফ ইন্সু্রেন্স ও জেমিনী সী ফুড।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬২৯০৭৩০৪২৬০৬.০০।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.