পরিক্রমা ডেস্ক : আজ (১৮.১০.২০২২) ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৬৯টি কোম্পানির ১৩ কোটি ২৪ লক্ষ ১৬ হাজার ২৩২ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১০০৫ কোটি ৯৫ লক্ষ ৪৩ হাজার ৩৫৫ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ১২.৩১ পয়েন্ট কমে ৬৪০০.৭১ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ০.১০ পয়েন্ট বেড়ে ২২৭৭.৪৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.০৬ পয়েন্ট বেড়ে ১৪০৬.৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৪৯টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ২২০টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- অরিয়ন ফার্মা, ইস্টার্ন হাউজিং, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল, বেক্সিমকো লিঃ, আনোয়ার গ্যালভানাইজিং, মনোস্পুল পেপার, জেএমআই হসপিটাল, সোনালি পেপার, বিএসসি ও বিবিএস।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল, আনোয়ার গ্যালভানাইজিং, এপেক্স ফুড, অলিম্পিক ইন্ডাঃ, জেমীসি সী ফুড, আরামিট লিঃ, সোনালি আঁশ, সানলাইফ লাইফ ইন্সুঃ, মিরাকেল ইন্ডাঃ ও বেক্সিমকো ফার্মা।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- পেনিনসুলা চিটাগাং, বিডি কম, নাভানা সিএনজি, পেপার প্রসেসিং, বিআইএফসি, ইস্টার্ন কেবলস, মনোস্পুল পেপার, আফতাব অটো, ফার কেমিক্যাল ও আজিজ পাইপস।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৭০৩৯৯৯০১৪০২৬.০০
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.