আশিক সরকার : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের সংকটে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ইফতার বিতরণ কর্মসূচী অব্যাহত রেখেছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। মাহে রমজানের প্রথম দিনে শুরু এই কর্মসূচীর আজ ২০তম দিনে ঢাকা ০৫ আসনের কদমতলী থানার পথে পথে ইফতার বিতরণ করেন স্বেচ্ছাসেবক লীগ দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন।
বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত রায়েরবাগ এবং জিয়া স্বরণী রোডে অসহায়, কর্মহীন, সুবিধাবঞ্চিত, রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করেন তিনি। এসময় প্রায় ৮০০জন রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
বৈশ্বিক মহামারি কোভিড-১৯ নামক ভয়ংকর ভাইরাসের প্রভাব পড়েছে গোটা দুনিয়ায়। এর মধ্যেই শুরু হয় পবিত্র রমজান মাস। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এই সময়টাতে বিপাকে পড়ে অসহায়, কর্মহীন, রিক্সাচালক ও নিম্ন আয়ের মানুষগুলো। তবে করোনার সংকটকালীন এই সময়টাতে সাধ্যমতো হতদরিদ্র, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন কামরুল হাসান রিপন।
তিনি বলেন, ‘স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের এই নেতা। কামরুল হাসান রিপন বলেন, ‘বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সেবা-শান্তি ও প্রগতির সংগঠন। মানুষের সেবা করাই আমাদের ব্রত। রমজান মাসে রোজাদারদের মাঝে ইফতার বিতরণের এই কর্মসূচী ধারাবাবিকভাবে পরিচালনা করছি আমরা।’ এসময় নেতাকর্মীসহ, সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহব্বান জানান স্বেচ্ছাসেবক লীগ দক্ষিণের এই শীর্ষ নেতা।
ইফতার বিতরণের সময় কদমতলী থানার স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণের শেখ মামুন, পারভেজ হোসেন, আমিনুল ইসলাম, নুরুর রহমান মুকুল, হারুন অর রশীদ, এস এম বাদশা মানিক, মিজানুর রহমান লালন, একেএম তারেকুজ্জামান, মহিউদ্দিন টুটুল, আজিজুর রহমান খোকন, সাকোয়াত হোসেন টিটু, বিদ্যুৎ চৌধুরী শিপন, সাঈদ আহমেদ আকাশ, বশিরউদ্দিন সুমন, ইমরান হোসেন, সাইমনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সামাজিক দূরত্ব মেনে ইফতার বিতরণ কার্যক্রমে স্থানীয় প্রশাসন কার্যকরী ভূমিকা পালন করে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.