ঢাকা ৫ আসন যাত্রাবাড়ীতে গণভোজের আয়োজন করেছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ।
আজ সোমবার বিকালে১৫ই আগস্ট শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ ৪৮ নং ওয়ার্ডের উদ্যোগে এক গণভোজের ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন। ইসমাইল হোসেন উজ্জলের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাজী আকবর আলী ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন হাজী এম এ মান্নান।
শোক দিবসের আলোচনা সভার বক্তব্য ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করা হয়েছে, তারা এ জাতীর স্বপ্নকে হত্যা করেছে। তাদের বেঁচে থাকার কোন অধিকার নেই। আন্তর্জাতিক আইনের মাধ্যমে বঙ্গবন্ধুর খুনিদের এ দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকর করতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.