ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. কাউসার আহাম্মদ
ঢাকা বিশ্ববিদ্যালয় সমুদ্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. কাউসার আহাম্মদকে আজ ২৯ জুন ২০২০ সোমবার বিশ্ববিদ্যালয়ের আর্থ এন্ড
এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তাঁকে
এই নিয়োগ প্রদান করেন। আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের নির্বাচিত ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিশ্ববিদ্যালয়ের
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) হিসেবে যোগদান করায় তাঁকে এই নিয়োগ দেওয়া হয়।
অধ্যাপক ড. মো. কাউসার আহাম্মদ কৃতিত্বের সাথে ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগ থেকে বিএসসি (সম্মান), ১৯৮৫
সালে মৎস্যবিজ্ঞান বিভাগ থেকে এমএসসি এবং ১৯৯৬ সালে জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ ডি ডিগ্রি লাভ করেন। তিনি ঢাকা
বিশ্ববিদ্যালয় সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.