পরিক্রমা ডেস্ক : জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর ঢাকাস্থ প্রধান আবাসিক প্রতিনিধি মি. ইচিগুছি টমোহাইদ আজ ১৮ ডিসেম্বর ২০২২ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. আব্দুল্লাহ্ - আল-মামুন, জাইকা’র সিনিয়র রিপ্রেজেন্টেটিভ কমোরি তাকাশি, জাইকা রিপ্রেজেন্টেটিভ চিনাতসু ইহা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় তাঁরা জাইকা’র সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, জাপান ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। স্বাধীনতার পর থেকেই জাপান সরকার বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে শিক্ষার সার্বিক উন্নয়নে সহযোগিতা করে আসছে বলে তিনি উল্লেখ করেন।
উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর সঙ্গে জাইকা’র চলমান শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও জোরদার করতে গভীর আগ্রহ প্রকাশের জন্য জাইকা’র ঢাকাস্থ প্রধান আবাসিক প্রতিনিধি মি. ইচিগুছি টমোহাইদ আন্তরিক ধন্যবাদ জানান।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.