পরিক্রমা ডেস্ক : সৌদি আরবের কিং খালিদ মিলিটারি একাডেমির অধ্যাপক ড. সালেহ ইবনে মুহাম্মদ আল শাথরি এবং ড. বাদের হুদিবান আলহারবি আজ ০৬ আগস্ট ২০২৩ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সৌদি আরবের কিং খালিদ মিলিটারি একাডেমির মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। সৌদি আরবের অধ্যাপকদ্বয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরবী ভাষা বিষয়ে প্রশিক্ষণ প্রদানের জন্য নিয়মিতভাবে প্রশিক্ষক প্রেরণের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিদের ধন্যবাদ জানান।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.