পরিক্রমা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা, গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রে অসাধারণ অবদান রাখার জন্য বিভিন্ন বিভাগের ৬ জন স্বনামধন্য অধ্যাপককে ‘ইমেরিটাস অধ্যাপক’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একাডেমিক কাউন্সিলের সুপারিশ অনুযায়ী গতকাল ১৬ জুলাই ২০২৩ রবিবার সিন্ডিকেট সভায় এ নিয়োগ প্রদান করা হয়। সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভাপতিত্ব করেন।
ইমেরিটাস অধ্যাপক পদে নিয়োগপ্রাপ্তরা হলেন ইংরেজী বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম, ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, উন্নয়ন অধ্যয়ন বিভগের অধ্যাপক ড. আতিউর রহমান, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম, প্রাচ্যকলা বিভাগের অধ্যাপক মু. আবুল হাসেম খান এবং অংকন ও চিত্রায়ণ বিভগের অধ্যাপক মোহাম্মদ রফিকুন নবী।
নিয়োগপ্রাপ্ত ইমেরিটাস অধ্যাপকবৃন্দ নিজ একাডেমিক ক্ষেত্রসহ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার উন্নয়ন এবং গবেষণা ও উদ্ভাবনমূলক কার্যক্রমে পরামর্শ প্রদান করবেন বলে সভায় আশা প্রকাশ করা হয়েছে।
এছাড়া, সিন্ডিকেট সভায় ২৭ জন গবেষককে পিএইচ.ডি., ৪জনকে ডি.বি.এ. এবং ১৫জনকে এম.ফিল. ডিগ্রি প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.