‘অনাচারের সর্বগ্রাসী রোদে, যুক্তি—মাথাল নামুক প্রতিরোধে’ এই মূলমন্ত্রকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলে শহীদুল্লাহ্ হল ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘৮ম মুহম্মদ শহীদুল্লাহ স্মারক বিতর্ক উৎসব ২০২২’—এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গতকাল রাতে হল মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
সমাপনী অনুষ্ঠানে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ জাবেদ হোসেন এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মাকসুদা আক্তার তমা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এই বিতর্ক উৎসবে ১৬টি কলেজ ও ৩২টি বিশ্ববিদ্যালয় পর্যায়ের টিম অংশগ্রহণ করে। কলেজ পর্যায়ে চূড়ান্ত পর্বের বিতর্কে চ্যাম্পিয়ন হয় কুষ্টিয়া ডিবেটিং সোসাইটি এবং রানারআপ হয় ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি। বিশ্ববিদ্যালয় পর্যায়ের চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ডিবেটিং ক্লাব এবং রানারআপ হয় কবি জসীম উদ্দীন হল ডিবেটিং ক্লাব।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ্কে নিয়ে এ ধরনের আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা দক্ষ, সৎ, নিষ্ঠাবান ও মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে এটি বাংলাদেশের একমাত্র নিয়মিত বিতর্ক উৎসব। এই বিতর্ক উৎসবটি সর্বস্তরে শুদ্ধ বাংলা ভাষা ব্যবহারকে উৎসাহিত করে থাকে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.