শামসুজ্জামান ডলার : চাঁদপুরের মতলবে প্রধান অতিথি হিসাবে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার এর ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
১২ ফেব্রুয়ারী শনিবার দুপুরে মতলব দক্ষিন উপজেলা সভাকক্ষে এ বিষয়ের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, চাঁদপুর-২ নির্বচনী আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল এমপি।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেন, ‘শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার’ চাঁদপুরবাসীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক অনন্য উপহার। প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর ব্রেইন চাইল্ড এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে একদিকে যেমন বেকারত্ব দূর হবে, একই সাথে তথ্যপ্রযুক্তিতে বৈদেশিক মুদ্রা অর্জনে অনন্য ভূমিকা রাখবে। আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার থেকে বের হয়ে তরুণ উদ্যোক্তারা আইটি ইন্ডাস্ট্রিতে যেনো ব্যাপক পরিসরে কাজ করতে পারেন সে লক্ষ্যে একই জায়গায় একটি হাই-টেক পার্ক স্থাপনের কাজও শিগগিরই শুরু হবে।
আমাদের মনে রাখতে হবে, বর্তমান যুগে উন্নয়নের প্রধান হাতিয়ার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর শিক্ষা। প্রতিটি বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের মাধ্যমে এর ধারাবাহিকতা বজায় থাকবে।
তিনি তার বক্তব্যে আরো বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের প্রতিযোগিতা মোকাবেলায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আইওটি, রোবোটিক্স, সাইবার সিকিউরিটিসহ উচ্চপ্রযুক্তি নিয়ে কাজ করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে আইটি বিজনেস ইনকিউবেটর স্থাপন করা হচ্ছে।
অতিরিক্ত সচিব ও হাইটেক পার্ক এর ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ এর সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ রফিকুল ইসলাম এসপিপি, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম কবির আহমেদ, মতলব পৌর সভার মেয়র আওলাদ হোসেন লিটন প্রমূখ। এ সময় ৪৯ জনের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ‘শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার’ থেকে ট্রেনিং নিয়ে এখানকার তরুণ-তরুণীরা নিজের পায়ে দাঁড়াতে পারবে, অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এখন থেকে আর চাকরির পেছনে ছুটতে হবে না, নিজেরাই উদ্যোক্তা হয়ে মানুষকে চাকরি দিবে।
পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প লাগোয়া
শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার এর ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের ফলক উন্মোচন করেন। এ সময় বক্তব্য রাখেন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুল, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন সরকার।
উল্লেখ্য, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি ২০১৭ সালে এই আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের স্থান পরিদর্শনে এসে এক জনসভায় স্থান নির্ধারনের প্রশংসা করেন।
২০১৭ সালের ২৪ ডিসেম্বর দীর্ঘ মেয়াদী লীজের জন্য ভূমি মন্ত্রনালয় জমির অনুমোদন দেন। ২০১৮ সালের ২৩ এপ্রিল চাঁদপুরের জেলা প্রশাসক আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে ৬ একর জমি দীর্ঘ্য মেয়াদে লীজের দলিল হস্তান্তর করেন। সর্বসাকুল্যে ১শ’ ২০ কোটি টাকার কাজ হলেও প্রাথমিক পর্যায়ে ৮০ কোটি টাকার কাজ হবে বরে জানা যায়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.