প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ১০:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২৩, ৪:২৫ পূর্বাহ্ণ
তফসিলকে স্বাগত জানিয়ে ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ।
স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপনের নেতৃত্বে বুধবার রাত ৮টায় যাত্রাবাড়ী থানার ধোলাইপাড় থেকে এ মিছিল শুরু হয়। মিছিলটি ঢাকা-০৫ আসনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
ঘোষিত তফসিল অনুযায়ী, এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৩০ নভেম্বর পর্যন্ত, তা বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের পর ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে। ভোট হবে ৭ জানুয়ারি।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.