বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : পটুয়াখালীতে র্যাব পরিচয়ে চাঁদাবাজিকালে দুই ভুয়া র্যাব সদস্যকে আটক করেছে আসল র্যাব-৮।
বুধবার দুপুরে গলাচিপার লঞ্চঘাট সংলগ্ন সাগরপাড় মৎস্য আড়তে চাঁদা তোলা অবস্থায় তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মো. জিল্লুর রহমান (৩৯) ও মো. জাকির হোসেন (৪৮)।
রাত ১০টায় পটুয়াখালী র্যাব-৮ ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এএসপি সোয়েব আহমেদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপার লঞ্চঘাট সংলগ্ন সাগরপাড় মৎস্য আড়তে চাঁদা তোলা অবস্থায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় আট হাজার তিনশ পঞ্চাশ টাকা, তিনটি ভিজিটিং কার্ড, ভুয়া পরিচয়পত্র এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, দির্ঘদিন যাবৎ আটকরা পুলিশ অফিসার, ম্যাজিস্ট্রেট এবং র্যাব পরিচয় দিয়ে প্রত্যন্ত অঞ্চলে চাঁদাবাজি চালিয়ে আসছিল। এ বিষয়ে গলাচিপা থানায় একটি প্রতারণা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.