বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক :তিনদিনের সফরে ঢাকায় এসেছেন অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী কারিন কেনেসি। বুধবার (২০ ফেব্রুয়ারি) ভোরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে এ সফরে আসেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী কারিন কেনেসি দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। একইদিনে তিনি রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-অস্ট্রিয়া বিজনেস ফোরামের সেমিনারে যোগ দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও কারিন কেনেসির বৈঠক হবে বলে আশা করা হচ্ছে।
অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় মহান শহীদ দিবসের অনুষ্ঠানেও যোগ দেবেন।
আগামী ২২ ফেব্রুয়ারি ঢাকা ত্যাগ করবেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.