বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে চলার সময় প্রোটিয়া অলরাউন্ডার আন্দিলে ফিকোয়াওকে ‘কালো’ বলায় সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। এই ঘটনার জন্য তাই ক্ষমা চেয়েছেন পাকিস্তান অধিনায়ক।
ওই মন্তব্যের জন্য টুইটারে দুঃখ প্রকাশ করেছেন সরফরাজ, ‘স্টাম্প মাইকে যেসব কথা ধরা পড়েছে, সেটায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে আমি ক্ষমা চাইছি। নির্দিষ্ট কাউকে উদ্দেশ্য করে আমি ওসব বলিনি, কাউকে কষ্ট দিতে চাইনি। যা বলেছি সেটা আসলে বুঝাতে চাইনি। আমি সব সময়ই প্রতিপক্ষের ক্রিকেটারদের সম্মান করেছি, ভবিষ্যতেও করব।’
এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে এক বিবৃতিতে বলেছে, ‘ সরফরাজ আহমেদের মন্তব্যের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। স্টাম্প মাইকে তার যেসব কথা ধরা পড়েছে, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব ব্যাপারে পিসিবি কোনো ছাড় দেবে না। একই সাথে তার এই কথা প্রমাণ করে, ক্রিকেটারদের শিক্ষাটা কত জরুরি। পাকিস্তানের অধিনায়ক হিসেবে সরফরাজকে আরো দায়িত্বশীল হতে হবে।’
ডারবানে মঙ্গলবারের ম্যাচে দক্ষিণ আফ্রিকার ইনিংসের ৩৭তম ওভারের ঘটনা এটি। বল করছিলেন পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদি। তৃতীয় বলে কাভার ড্রাইভ করতে গিয়ে ব্যাটের কানায় লেগে জীবন পান ফিকোয়াও। তখনই সরফরাজ বলেন, ‘আরে কালা। তোর মা আজ কোথায় বসে আছে? কী প্রার্থনা করছে তোর জন্য?’
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.