বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ মঙ্গলবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। শীতে শ্রমজীবী মানুষেরা পড়েছে চরম বিপাকে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রহিদুল ইসলাম জানান, গত কয়েকদিন থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ওঠানামা করেছে। আজ মঙ্গলবার সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, শীতে গরম কাপড়ের অভাবে অনেক নিম্ন আয়ের মানুষজন বাড়ি থেকে বের হতে না পারায় কাজেও যোগ দিতে পারছেন না। ঘন কুয়াশা থাকায় শহরের বিভিন্ন জায়গায় হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলো চলাচল করছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.