চলমান লকডাউন প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে থালা হাতে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ী ঐক্য পরিষদের ব্যানারে তারা এ বিক্ষোভে অংশ নেন। বৃহস্পতিবার সকাল ১১টায় সাহেব বাজার এলাকায় রাস্তার ওপরে বিক্ষোভ শুরু হয়। এসময় তারা অবিলম্বে লকডাউন প্রত্যাহারের দাবি জানান। তারা বলেন, ব্যবসায়ীরা লকডাউনে বিপুল ক্ষতির মুখে পড়েছেন। করোনাকালে এমনিতেই দেড় বছর ধরে ব্যবসা মন্দা। ব্যবসায়ী ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক ইয়াসিন আলী বলেন, আমরা কর্মচারীদের বেতন দিতে পারছি না। বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে। আমরা লকডাউন প্রত্যাহারসহ আমাদের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছি।।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.