প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ৯:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৮, ২০২৩, ১২:২৪ অপরাহ্ণ
দিনাজপুর শিক্ষাবোর্ডে এইচএসসিতে ১৩টি প্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ

পরিক্রমা ডেস্ক : এইচএসসি পরীক্ষার ফলাফলে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১৩ কলেজের কেউ পাস করেনি। এসব কলেজ থেকে ৬৫ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই ফেল করেছে। বুধবার দুপুরে দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর তোফাজ্জুর রহমান এসব তথ্য জানান।
জানা যায়, এবার ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার গোগর কলেজ থেকে ১৩ জন, ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর মহিলা কলেজের ১১ জন, পীরগঞ্জ কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের একজন, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিঙ্গার দবরীর হাট বিএল হাই স্কুল অ্যান্ড কলেজে সাতজন, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আলহাজ তমিজ উদ্দিন কলেজের সাতজন ও বোদা উপজেলার মাড়েয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের সাতজন, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার নাসির উদ্দিন কলেজের ছয়জন, কালিগঞ্জ উপজেলার দুহুলি এস সি হাই স্কুল অ্যান্ড কলেজের চারজন, হাতিবান্ধা উপজেলার দইখাওয়া মহিলা কলেজের একজন, নীলফামারীর জলঢাকা উপজেলার চেরাডাঙ্গী হাই স্কুল অ্যান্ড কলেজের তিনজন, গাইবান্ধার সাদুল্লাপুর নলডাঙ্গা মহিলা কলেজের একজন, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সংকা আদর্শ কলেজের তিনজন ও ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষ্মীপুর হাইস্কুল অ্যান্ড কলেজের একজন পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাস করেনি।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.