বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : দিল্লির সহিংসতাকে জাতীয় লজ্জা বলে আখ্যা দিলেন বললেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। বৃহস্পতিবার, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে দিল্লির হিংসার ঘটনা নিয়ে স্মারকলিপি দিয়ে আসেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী, মনমোহন সিংসহ অন্যান্য শীর্ষ নেতারা।
ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে সোনিয়া গান্ধী বলেন, দেশের নাগরিকের জীবন, স্বাধীনতা এবং সম্পত্তি রক্ষায় সুনিশ্চিত করতে রাষ্ট্রপতির কাছে আবেদন জানানো হয়েছে। হিংসা রুখতে ‘ব্যর্থ’ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জানান সোনিয়া গান্ধী।
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, গত চার দিন ধরে দিল্লির বুকে যে তাণ্ডব চলেছে, তা ভীষণ উদ্বেগের। ৩৪ জনের মৃত্যু হয়েছে। ২০০ জনের বেশি আহত। এই ঘটনা জাতীয় লজ্জা। তার কথায়, হিংসা মোকবিলায় কেন্দ্র সম্পূর্ণ ব্যর্থ।
বুধবার দিল্লি হাইকোর্টও সম্প্রতি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে। পুলিশের ভূমিকায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন বিচারপতিরা।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.