বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ওলুয়া এলাকা থেকে গোলাম রসুল শুভ (২২) নামের এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ আজ শনিবার সকালে লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
গোলাম রসুল দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক দেওয়ান শফি উদ্দিনের ছেলে। এই দুদক কর্মকর্তা ঢাকায় কর্মরত।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মনোয়ার হোসেন বলেন, ধারণা করা হচ্ছে যে গতকাল শুক্রবার রাতের কোনো এক সময় দেওয়ান শফি উদ্দিনের নির্মাণাধীন ভবনের একটি কক্ষে ভেতর থেকে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের হুকের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে গোলাম রসুল আত্মহত্যা করেছেন। আজ সকালে পরিবারের লোকজন তাঁকে না পেয়ে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে ওই ভবনে গিয়ে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। খবর পেয়ে সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.