বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতন, ভিডিও ধারণ এবং সেই ফুটেজ ইন্টারনেটে ছেড়ে দেয়াসহ পুরো ঘটনার মদদদাতা দেলোয়ার হোসেনের বিরুদ্ধে এবার ধর্ষণের মামলা করেছেন সেই নারী নিজেই।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে এক বছর আগে দুই দফা ধর্ষণের অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলাটি করেন তিনি।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন উর রশীদ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত দলকে ওই নারী বলেছিলেন, আগেও তাকে দুই দফা ধর্ষণ করেছেন দেলোয়ার।
এদিকে মঙ্গলবার রাতে ওই নারীকে নির্যাতনের ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওসি হারুন জানান, বেগমগঞ্জের একলাশপুর এলাকা থেকে গ্রেপ্তারকৃত দুজন হলেন মোহাম্মদ সোহাগ (২১) ও নুর হোসেন ওরফে রাসেল (৩০)। তারা এজাহারভুক্ত আসামি নন।
তিনি আরও জানান, ওই নারীর মামলাটি ছাড়াও মঙ্গলবার দেলোয়ারের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা করে র্যাব।
এর আগে সোমবার দেলোয়ারের মাছের খামার থেকে সাতটি তাজা ককটেল ও দুটি গুলি উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, নোয়াখালীর বেগমগঞ্জে এক মাস আগে ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতন করে প্রধান আসামি বাদল ও তার সহযোগীরা। গত ৪ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে দেলোয়ার ও বাদলকে গ্রেপ্তার করে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.