প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ১২:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২৪, ৫:৪৫ অপরাহ্ণ
দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে ন্যাশনাল লাইফ: কাজিম উদ্দিন
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বিপুল কর্মসংস্থান সৃষ্টি করেছে বলে জানিয়েছেন কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন। তিনি বলেন, দেশব্যাপী ন্যাশনাল লাইফে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় দুই লাখ মানুষ কাজ করছে। ন্যাশনাল লাইফের কর্মীরা আর্থিকভাবে অনেক স্বচ্ছল ও স্বাবলম্বী।%20(1).gif)
শুক্রবার (১৮ অক্টোবর) কক্সবাজারের একটি হোটেলে সফল উন্নয়ন কর্মীদের অংশ গ্রহণে অনুষ্ঠিত দুদিন ব্যাপী আয়োজিত মোটিভেশনাল কনফারেন্সের প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। কনফারেন্সে সভাপতিত্ব করেন কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বাহার উদ্দিন মজুমদার।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, ডিএমডি এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কাসেম ও মো. খুরশীদ আলম পাটোয়ারী। অনুষ্ঠানে প্রায় ৫ হাজার সফল উন্নয়ন কর্মকর্তা অংশ নেন।

কাজিম উদ্দিন আরো বলেন, কিছু বীমা কোম্পানি সময় মতো বীমা দাবি পরিশোধ করতে না পারায় জনমনে বীমার প্রতি বিরূপ ধারণা সৃষ্টি হচ্ছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এই সংকট উত্তরণে কাজ করছে। তবে দাবি পরিশোধে ন্যাশনাল লাইফের শতভাগ ভূমিকা বীমার প্রতি মানুষকে আগ্রহী করে তুলছে।
এছাড়াও বীমা দাবি পরিশোধে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য বিগত বছরের মতো ন্যাশনাল লাইফ আগামীতেও জাতীয় পুরস্কার লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.