প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪৪ পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। এ নিয়ে পুলিশে মোট আক্রান্ত বেড়ে দাঁড়ালো প্রায় দেড়শ।
পুলিশ সদর দপ্তর এবং ঢাকা মহানগর পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।
পুলিশ জানায়, সারা দেশের বিভিন্ন ইউনিটের তথ্য অনুযায়ী এ পর্যন্ত পুলিশের মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪২৯ জন। আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের সদস্যই ৭০৮ জন।
পুলিশের তথ্য অনুযায়ী, করোনা আক্রান্ত সন্দেহে আরও ৪৭২ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। এ ছাড়া আক্রান্তদের সংস্পর্শে আসায় ২ হাজার ৮১৪ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
প্রসঙ্গত, এ পর্যন্ত মোট ছয় পুলিশ সদস্য মারা গেছেন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৮ পুলিশ সদস্য।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.