দেশে নতুন করে তিনজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। এ নিয়ে এ পর্যন্ত দেশে আক্রান্ত রোগীর সংখ্যা ১৭।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়েছেন।
ডা. আবুল কালাম জানান, নতুন করে যে তিনজন আক্রান্ত হয়েছেন তাদের একজন নারী এবং দুইজন পুরুষ। আক্রান্ত নারীর বয়স ২২ বছর। আর দুজন পুরুষের বয়স একজনের ৬৫ এবং অপরজনের বয়স ৩২ বছর। তারা সবাই একই পরিবারের সদস্য। তাঁদেরকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.