বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরো ৩ হাজার ২৪০ জনকে শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন আরো ৩৭ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে এক লাখ ৮ হাজার ৭৭৫ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন এক হাজার ৪২৫ জন।
শনিবার দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৫৯টি ল্যাবে ১৪ হাজার ৩১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরো তিন হাজার ২৪০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৮ হাজার ৭৭৫ জনে।
আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৭ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ৪২৫ জনে।
আইইডিসিআরের তথ্যানুযায়ী, হাসপাতাল ও বাসায় চিকিৎসা নিয়ে আরো ১ হাজার ৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৪৩ হাজার ৯৯৩ জন সুস্থ হলেন।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪ লাখ ৬২ হাজার ৯০৫। এছাড়া আক্রান্ত হয়েছেন ৮৭ লাখ ৭৬ হাজার ৪৪৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪৬ লাখ ৪০ হাজার ২২০ জন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.