বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে আবারও হোঁচট খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেয়াল নির্মাণে প্রতিরক্ষা বিভাগ থেকে অর্থ ব্যবহারে ট্রাম্প প্রশাসনের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন দেশটির এক ফেডারেল বিচারক।
শুক্রবার এই নিষেধাজ্ঞা জারি করা হয়। খবর বিবিসির।
ট্রাম্প কংগ্রেসকে এড়িয়ে সীমান্ত দেয়াল প্রকল্পে অর্থ সংগ্রহের জন্য জরুরি অবস্থা জারি করেছিলেন। নির্বাচনী প্রচারণাকালে ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি।
বিচারক হ্যায়উড গিলিয়াম বলেন, ‘প্রতিরক্ষা দফতরের অর্থ ব্যবহার করে দেয়াল নির্মাণ-সংক্রান্ত যেকোনও ধরনের কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা জারি করা হল।’
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.