পরিক্রমা ডেস্ক : ‘শিকড়ের টানে ফিরি-শিকড়ই আমার, শিখরে যাওয়ার সিঁড়ি’ এই স্লোগানকে বুকে ধারণ করে ২০১৭ সালে ঢাকাস্থ কুতুবদিয়ার একঝাঁক মেধাবী শিক্ষার্থীদের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা কুতুবদিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন তথা ‘দ্বীপশিখা’। প্রতিষ্ঠার পর থেকে সদস্যরা ঢাকায় পড়ুয়া কুতুবদিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের উক্ত সংগঠনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে।
ঢাকায় পড়ুয়া কুতুবদিয়ার শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোদ স্থাপনের নিমিত্তে প্রতিবছর এ সংগঠন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করে। তারই ধারাবাহিকতায় কুতুবদিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন তথা দ্বীপশিখা ০২ ফেব্রুয়ারি শুক্রবার মৌলভীবাজার জেলার অত্যন্ত সুন্দর ও আনন্দঘন পরিবেশ লাউয়াছাড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক ও দার্জিলিংয়ে সংগঠনটির প্রেসিডেন্ট মো: শওকত আলম (ঢা.বি) ও সাধারণ সম্পাদক সাইমুল হুদা সিদ্দিকীর (ঢা.বি) নেতৃত্বে এ বার্ষিক বনভোজন-২০২৪ অনুষ্ঠানটি সম্পন্ন করেছে।
[caption id="attachment_50353" align="aligncenter" width="1280"] - শ্রীমঙ্গল চা বাগানে দ্বীপশিখা পরিবার[/caption]
প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যে মোড়া বনভোজনের স্পটটি দ্বীপশিখা’র সদস্যদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। সবার উপস্থিতিতে পরিণত হয় যেন এক টুকরো দ্বীপ উপজেলা কুতুবদিয়া। শিক্ষার্থীদের বাঁধভাঙা আনন্দ-উচ্ছাস ছিল চোখে পড়ার মতো। আঞ্চলিক গান, আবৃতি সবাইকে নিয়ে গিয়েছিল জন্মভূমিতে। বিভিন্ন খেলাধুলা, র্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণীতে সাজানো ছিল দিনব্যাপী কর্মসূচি।
পাশাপাশি উপস্থিত ছিলেন- দ্বীপশিখার উপদেষ্ঠাবৃন্দ, সাবেক সভাপতি, সেক্রেটারি ও সদস্যরা।
বোরহান উদ্দিন/বি.পরিক্রমা
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.